মুখোশের জনপ্রিয়তা সেই আদিকাল থেকেই। অন্যদের কাছ থেকে নিজেকে কিছুটা সময়ের জন্য আড়াল করতে এর কোনো বিকল্প নেই। কাউকে হঠাৎ করে চমকে দিতেও এর জুড়ি নেই।
যখন মানুষ জীবন ধারনের জন্য শিকার ছেড়ে কৃষির দিকে ঝুঁকে পড়ে তখন থেকেই মুলত এর চর্চা শুরু হয়। আর আজ অবধি এর ধারাবাহিকতা বজায় রাখতে সম্প্রতি ইসরাইলের জেরুজালেমে শুরু হয়েছে মুখোশ প্রদর্শনী।
মুখোশ প্রেমীরা এখান থেকে নয় হাজার বছর আগের পুরনো মুল্যবান সব মুখোশ পাবেন বলে জানিয়েছেন জাদুঘর কতৃপক্ষ। খবর বিবিসির।
পুরানো এ মুখোশগুলো জেরুজালেমের নিকট পাহাড় ও মরুভূমি এলাকায় তৈরি করা হয়েছে বলেও বিবিসির প্রতিবেদনে জানানো হয়।
বিশেষজ্ঞদের ধারনা নিওলিথিক সময়ের মধ্যে যেসব কৃষক এবং মানুষ দলবদ্ধভাবে পাহাড় ও মরুভূমির এ গ্রামগুলোতে বসবাস করতেন তারাই এগুলো তৈরি করেন।
বিশেষজ্ঞরা বলেছেন, ৯ হাজার বছরের পুরানো পাথরের এই মুখোশগুলো পূর্ব পুরুষদের আত্নার চিত্র বহন করে। জেরুজালেমের জাদুঘরের এ প্রদর্শনী চলবে মার্চ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত।