আগুন লেগেছে শিল্পার ঘরে। না, এই আগুন বিচ্ছেদ, বিরহ কিংবা কলহের আগুন নয়। এমনকি এই আগুনে শিল্পার অবহেলা কিংবা রাজ কুন্দ্রার পরকীয়া আসক্তির কোন সংশ্লিষ্টতা নেই। বরং এটা সত্যিকারের আগুন, যা শুধুমাত্র অক্সিজেনের সাথে অন্য পদার্থের বিক্রিয়ার ফল স্বরুপ আবির্ভূত হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।
টাইমস অব ইন্ডিয়া জানায়, সোমবার রাতে শিল্পার বাসভবন জুহুর একটি কক্ষে আগুন ধরে যায়। পরবর্তীতে প্রাসাদের কর্মীরা বিষয়টি টের পেয়ে অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের মাত্রা কম থাকায় ফায়ার বিগ্রেডকে খবর দিতে হয়নি।
আগুনের প্রাথমিক কারণ হিসেবে শর্ট সার্কিটকে দায়ী করছেন জুহুর কর্মীরা। তারা জানান, রাতে ওভারলোডের কারণে হয়তো এমনটি ঘটে থাকতে পারে।
তবে ঐ রাতে শিল্পা কিংবা তার স্বামী জুহুতে অবস্থান করছিলেন কিনা সে সম্পর্কে কিছু জানাতে পারেনি টাইমস অব ইন্ডিয়া।