দিনাজপুরে এক অজ্ঞাতনামা গুলিবিদ্ধ যুবককের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় পার্বতীপুর সড়কের বার্নীরঘাট নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, গত সোমবার রাতে দিনাজপুরের পার্বতীপুর-সৈয়দপুর সড়কের বার্নীরঘাট ইটভাটা সংলগ্ন চিরাতী ব্রীজের কাছে কে বা কারা এই যুবককে গুলি করে ফেলে রেখে যায়। লাশের হাত-পায়ে বাধার চিহ্ন রয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় পার্বতীপুর মডেল থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ধারনা করছে যুবককে হাত-পা বেধেই হত্যা করা হয়েছে। তার পরনে ছিল জিংস প্যান্ট, হাপ হাতা লাল গেঞ্জি ও কালো জ্যাকেট।
কেএফ