৭ ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে শাহ্জালাল ইসলামী ব্যাংকের সদ্য অবসর প্রাপ্ত এমডি মো. আব্দুর রহমানকে বিদায়ী সংবর্ধন দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান এ. কে. আজাদ বলেন, আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবলের মাধ্যমে দেশের ব্যাংকগুলো গ্রাহকদের বিশ্বমানের ব্যাংকিং সেবা প্রদান করছে। তার পরেও মাঝে মধ্যে সততা ও আন্তরিকতার ঘাটতি দেখা যায়। তিনি ব্যাংকিং খাতের ভাবমূর্তি বৃদ্ধি এবং টেকসই উন্নয়নে সততা ও নিষ্ঠার সাথে ব্যাংকিং করার জন্য ব্যাংকারদের আহ্বান জানান।
ব্যাংকের ভাইস-চেয়ারম্যান সৈয়দ নূরুল আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক আক্কাচ উদ্দিন মোল্লা, ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান, মোহাম্মদ সোলায়মান, আনোয়ার হোসেন খান, মোহাম্মদ হাসান, খন্দকার সাকিব আহমেদ, তোফাজ্জল হোসেন, রুকন উদ্দিন খান, জনাব মোঃ মাসুদ, নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল জব্বার চৌধুরী এবং মোঃ সেতাউর রহমান প্রমুখ। (বিজ্ঞপ্তি)
সাকি/