ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আব্দুল আজিজকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
সোমবার দুপুরে ঝিনাইদহ জেলা বিএনপির নেতাকর্মীরা শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যাণ্ড থেকে একটি মিছিল বের করে।
মিছিলে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় মিছিলটি। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি জাহিদুজ্জামান মনার সভাপতিত্বে সমাবেশ বিএনপি নেতা মসিউর রহমান ও আবদুল মালেক বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ১২ মার্চ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ না করায় যুবদল নেতা আজিজকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখন হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আগামি ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান নেতারা।
কেএফ