রেকর্ড ডেট থাকায় পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির লেনদেন বন্ধ থাকবে ১১ মার্চ, মঙ্গলবার। কোম্পানি চারটি হচ্ছে- ব্র্যাক ব্যাংক, প্রাইম ফিন্যান্স, ইস্টার্ন ব্যাংক লিমিটেড এবং ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংক ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এ ক্যাটাগরির এই ব্যাংকের বর্তমান মূল্য আয় অনুপাত বা পিই রেশিও রয়েছে ৮ দশমিক ৯৪।
ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেড ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এ ক্যাটাগরির এই ব্যাংকের বর্তমান মূল্য আয় অনুপাত বা পিই রেশিও রয়েছে ৭ দশমিক ৫৪।
ইস্টার্ন ব্যাংক লিমিটেড ১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এ ক্যাটাগরির এই ব্যাংকের বর্তমান মূল্য আয় অনুপাত বা পিই রেশিও রয়েছে ৭ দশমিক ৫৪।
প্রাইম ফিন্যান্স ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এ ক্যাটাগরির এই ব্যাংকের বর্তমান মূল্য আয় অনুপাত বা পিই রেশিও রয়েছে ২২ দশমিক ১৮।
এমআরবি/