ভার্চুয়াল মুদ্রা বিটকয়েনকে স্বীকৃতি দেবে না জাপান। শুক্রবার জাপান সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। খবর এএফপি বার্তা সংস্থার।
বিটকয়েন পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ভার্চুয়াল মুদ্রা। এর মাধ্যমে ইন্টারনেটে ক্রয়-বিক্রয় এবং অর্থের লেনদেন করা যায়। কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ এই মুদ্রাকে কর ফাঁকির অন্যতম উপায় বলে বিবেচনা করে আসছে।
বিবৃতিতে জাপান সরকার জানায়, বিটকয়েনকে মুদ্রা হিসেবে গণ্য করে না জাপান। এই মুদ্রা ব্যবহার করে কোন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট খোলা যাবে না এবং লেনদেনের স্বীকৃতি দেয়া হবে না।
তবে বিশেষ ক্ষেত্রে বিটকয়েনের লেনদেনের মাধ্যমে আয়কৃত অর্থের উপর কর প্রদান করা যেতে পারে জানিয়েছে জাপান সরকার।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে অ্যাকাউন্ট হ্যাক করে বিটকয়েন চুরির ঘটনা ঘটার প্রেক্ষিতে চীন এই মুদ্রার মাধ্যমে অর্থ লেনদেনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং রাশিয়া সব ধরনের লেনদেন অবৈধ বলে আখ্যায়িত করেছে।
উপরন্তু, সিঙ্গাপুর বিটকয়েনকে মুদ্রা হিসেবে নয়, বরং পণ্য হিসেবে বিবেচনা করার ঘোষণা দিয়েছে।