ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রামে অবস্থিত আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবি জানিয়েছে এলাকাবাসীসহ ওই কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।
রোববার দুপুরে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও শহীদমিনার প্রাঙ্গণে অবস্থান নিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানানো হয়।
কর্মসূচি পালনকারীদের দাবি, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দু’দফায় কলেজটি জাতীয়করণ করার ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হলেও তা না করে একটি চক্র কলেজটির নাম বিভ্রাট করে আলফাডাঙ্গা ডিগ্রি কলেজ নামে আরেকটি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার চেষ্টা চালানো হচ্ছে। এ অপচেষ্টা রুখতে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন, শহীদ মিনারের বেদিতে অবস্থান নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান খাঁন বেলায়েত হোসেন, কলেজের অধ্যক্ষ মোঃ মোরশেদুর রহমান, উপাধ্যক্ষ কামাল আতাউর রহমান, সহকারী অধ্যাপক মুজিবুর রহমান মুজিব, প্রভাষক খাঁন মারুফ সামদানী, পরিচন্না পর্ষদ সদস্য মোঃ মাসুদ রানা, খাঁন নবান আলী, নুর ইসলাম, মশিউর রহমান প্রমুখ।
এআর