বস্ত্র খাতের কোম্পানি সাফকো স্পিনংয়ের পর্ষদ সভা আগামি ৯ মার্চ,রোববার। সভায় গত ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এছাড়া একই সভা থেকে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৮৪ পয়সা।
২০১২ সালে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৫ পয়সা। সে বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।
উল্লেখ্য, কোম্পানিটি ২০০০ সালে পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়।
এসএ/এমআরবি/