এই প্রথম বারের মতো ফেরারি, মারসিডিজ-বেঞ্জ এবং ভলভোর গাড়িতে তাদের অপারেটিং সিস্টেম (আইওএস) চালু করার ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট কোম্পানি অ্যাপল। ফলে এখন থেকেই গাড়ি নির্মাতা কোম্পানিগুলো নতুন আই-কার বের করতে পারবে বলে জানিয়েছে তারা ।
বুধবার ওয়ান নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ধরনের প্রযুক্তিসম্পন্ন অপারেস্টিম সিস্টেম সুবিধায় থাকছে গাড়ির নিয়ন্ত্রণ ব্যবস্থা, বিনোদন ও যোগাযোগ ব্যবস্থা। পাশাপাশি চালকের পথ চেনার কাজকে সুগম করতে রয়েছে ডিজিটাল মানচিত্র ও স্যাটেলাইট সুবিধা। এছাড়া রয়েছে আইফোন ও আইপ্যাডের যাবতীয় সুযোগ সুবিধা।
গাড়ি নির্মাতার কোম্পানি ভলভোর এক মুখপাত্র জানান, গাড়ি বাজারে যে রকম প্রতিযোগিতা চলছে। তাতে করে নিত্য নতুন প্রযুক্তি না আনলে পিছিয়ে পড়বে তারা। তাই ক্রেতাদের সুবিধার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, এখন থেকে তারা নতুন যেসব গাড়ি বাজারে আনবে তাতে অ্যাপলের এই প্রযুক্তি সুবিধা থাকবে।
এস রহমান/