ঝিনাইদহের আরাপপুরে জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংর্ঘষের সৃষ্টি হয়েছে। এতে আহত হয়েছে ৫ জন। মঙ্গলবার বিকেলে এই সংর্ঘষের ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানা যায়, ঝিনাইদহ শহরের আরাপপুর দুখি মাহমুদ সড়কের একটি জমি নিয়ে জাহাঙ্গীর আলম গং ও জোহর আলী গংদের মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার বিকালে জোহর আলী গং জমি দখলে নিতে এলে জাহাঙ্গীর আলম গং বাধা দেয়। এ সময় উভয়ের মধ্যে সংঘর্ষে জাহাঙ্গীর আলম ,তৌফিকুল আলম ও আলমগীরসহ ৫ জন আহত হন।
আতদের মধ্যে ৩ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় আহতের ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
কেএফ