জাতিসংঘের সহকারি মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তারানকোকে এরশাদ জানিয়েছেন, সব দলের অংশগ্রহনে নির্বাচনে যাবে জাতীয় পার্টি । জাতীয় পার্টি দেশে সব দলের অংশগ্রহনে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহনযোগ্য নির্বাচন চায় বলেও জানান এরশাদ।
এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য ও বাণিজ্যমন্ত্রী জি এম কাদের এবং দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার। রোববার সকাল সাড়ে নয়টায় তারানকো এরশাদের বাসায় যান এবং এক ঘন্টাব্যাপী বৈঠক করেন। বৈঠক শেষে তারানকো সাংবাদিকদের সামনে কিছু না বলেই চলে যান।
এর আগে গতকাল সাড়ে পাঁচটায় গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করেছেন
বৈঠক শেষে বারিধারার প্রেসিডেন্ট পার্কে জাপা মহাসচিব রহুল আমিন হাওলাদার সাংবাদিকদের সাথে ব্রিফিং করেন।
রুহুল আমিন হাওলাদার জানান, তারা জাতিসংঘ দূতকে জানিয়েছেন যে, জাতীয় পার্টি সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে যাবে না। এবং আজই তারা পদত্যাগ করবেন বলে জানান।
আজ প্রধান নির্বাচন কমিশনার, জামায়াতের ইসলামের প্রতিনিধিদল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তারানকো।