ব্যাংকিং খাতের কোম্পানি ডাচ বাংলা ব্যাংক ২০১৩ সালের জন্য ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার বিকেলে কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ প্রস্তাব অনুমোদন করা হয়।একই বৈঠকে সমাপ্ত অর্থবছরে নিরীক্ষীত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।
২০১৩ সালে ব্যাংকটি শেয়ার প্রতি আয় করে ১০ টাকা। আগের বছর (২০১২) ব্যাংকটি শেয়ার প্রতি আয় করেছিল ১১ টাকা ৫৭ পয়সা। সে বছরও ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। ওই বছর ব্যাংকটির স্পন্সররা কোনো লভ্যাংশ নেয়নি।
আগামি ৩০ মার্চ কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ মার্চ।
এই ব্যাংকটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০১ সালে।
এসএ/