জ্বালানি ও বিদ্যুৎ খাতের ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সাম্প্রতিক সময়ে এই শেয়ারের দর অস্বাভাবিকহারে বাড়তে থাকে। এর কারণ জানতে ডিএসইর পক্ষ থেকে কোম্পানির কাছে চিঠি দেয়া হয়। ডিএসইর চিঠির জবাবে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে এ কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকহারে বৃদ্ধির পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই।
আরো জানা যায়, গত এক মাসে এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ৪২ শতাংশ বা ১৩৯ টাকা ২০ পয়সা। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর এ সময়ে ৩২৪ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে দাড়িয়েছে ৪৬৩ টাকা ৯০ পয়সা।
এমআরবি/