আগামিকাল সোমবার ডাচ বাংলা ব্যাংকের পর্ষদ সভা। এ সভায় গত ৩১ ডিসেম্বর, ২০১৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এছাড়া একই সভা থেকে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।
গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে ব্যাংকটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ২ টাকা ৮৩ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৭ টাকা ৭৭ পয়সা। আর পুরো বছরে (২০১২) ব্যাংকটি শেয়ার প্রতি আয় করেছিল ১১ টাকা ৫৭ পয়সা। সে বছর ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। ওই বছর ব্যাংকটির স্পন্সররা কোনো লভ্যাংশ নেয় নি।
চলতি বছর এখন পর্যন্ত ৬ টি ব্যাংক লভ্যাংশ ঘোষণা করেছে। এদের মধ্যে ব্র্যাক ব্যাংক, ইউসিবিএল ও ইস্ট্যার্ন ব্যাংক ২০ শতাংশ হারে লভ্যাংশ দিয়েছে। আল আরাফা ইসলামি ব্যাংক দিয়েছে সাড়ে ১৩ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ১২ শতাংশ। পূবালী ব্যাংক দিয়েছে ১০ শতাংশ লভ্যাংশ।