রাজশাহীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আব্দুর রাজ্জাক (৩০) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১১টায় মহানগরীর কেদুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের বাবা মনসুর আলী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় একই এলাকার সাইদুল ইসলামের সঙ্গে বাকবিতণ্ড হয় আব্দুর রাজ্জাকের। এরপর শনিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজ্জাক পাড়ার মোড়ে আড্ডা দিচ্ছিলেন।
এ সময় সাইদুলসহ ৫/৬ সন্ত্রাসী হঠাৎ হামলা চালায় রাজ্জাকের ওপর। সন্ত্রাসীরা রড দিয়ে বেধড়ক পেটায় রাজ্জাককে। একপর্যায়ে সাইদুল রাজ্জাকের শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন রাজ্জাককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
এ ব্যাপারে মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদশর্ন করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।
কেএফ