ঝিনাইদহে ট্রাক চাপায় কৃষ্ণ কুমার দাস (৫০) নামে এক বাই-সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তার বাড়ি কালীগঞ্জের বেজপাড়ার দাস পাড়ায়।
শুক্রবার কালীগঞ্জ উপজেলার বেজপাড়া নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।
কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার মুনির হোসেন জানান, নিহত কৃষ্ণ কুমার দাস বাইসাইকেলযোগে কালীগঞ্জ শহরে যাচ্ছিল। কালীগঞ্জ-যশোর সড়কের বেজপাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কেএফ