ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সপ্তাহিক লুজারের শীর্ষে অবস্থান করছে এ ক্যাটাগরির জেনারেশেন নেক্সট ফ্যাশন লিমিটেড। পুরো সপ্তাহে এই শেয়ারের দাম কমেছে ২০ দশমিক ৪৫ শতাংশ। এছাড়াও লুজারের তালিকায় আরও পাঁচটি এ ক্যাটাগরির কোম্পানি রয়েছে। বাকী চারটি কোম্পানির মধ্যে দুইটি রয়েছে বি ক্যাটাগরির। আর একটি রয়েছে এন এবং আরেকটি রয়েছে জেড ক্যাটাগরির কোম্পানি।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ইন্স্যুরেন্সের শেয়ার দাম কমেছে ১৮ দশমিক ২৬ শতাংশ। আর এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড-১ এর শেয়ার দাম কমেছে ১৪ দশমিক ৪২ শতাংশ।
নতুন তালিকাভুক্ত হওয়া এএফসি এগ্রো বায়টেকের শেয়ার দর কমেছে ৯ দশমিক ৮১ শতাংশ। আর আইপিডিসির শেয়ার দাম কমেছে ৯ দশমিক ৪৬ শতাংশ।
এছাড়া ইসলামিক ফাইন্যান্সের শেয়ার দাম ৯ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ৮ দশমিক ৭৬ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৮ দশমিক ০৯ শতাংশ, বিআইএফসির ৮ দশমিক ০২ শতাংশ এবং কে অ্যান্ড কিউয়ের ৮ শতাংশ কমেছে।
এমআরবি/