মুন্সীগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে আনিছুজ্জামান আনিছ বিজয়ী হয়েছেন।
তিনি দোয়াত কলম প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ১১১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোশারফ হোসেন পুস্তী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯ হাজার ৬৭৪ ভোট। চেয়ারম্যান পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী শহর বিএনপির সহ-সভাপতি সালাউদ্দিন খান স্বপন মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১২’শ ভোট। জেলা রির্টানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. সারওয়ার মুর্শেদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, শ্রীনগর উপজেলায় চেয়ারম্যান বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী মমিন আলী। মোমিন আলী মোট ভোট পেয়েছেন ৫৯ হাজার ৬’শ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হিসেবে আওয়ামী লীগের সেলিম ভূঁইয়া পেয়েছেন ৩৫ হাজার ৩’শ ভোট।