ফরিদপুরের বোয়ালমারী, সালথা ও নগরকান্দা উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে।
সকাল থেকেই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মানুষ ভোটকেন্দ্রে আসতে শুরু করেছে। সকালের দিকে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তবে বেলা বাড়ার সাথে সাথে পুরুষ ভোটারদের উপস্থিতি বাড়তে শুরু করেছে।
এ তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন ভাই, ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবারের উপজেলা নির্বাচনে ৩ লাখ ৮৬ হাজার ১৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
কেএফ