বুধবার জয়পুরহাটের কড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত গরু ব্যবসায়ী আজিজুলের লাশ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার রাত ১০টায় হিলি চেকপোষ্ট গেট দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
জয়পুরহাট জেলার পাচবিবির কড়িয়া গ্রামের আজিজুল ইসলাম (৩২) বুধবার রাতে কড়িয়া সীমান্তে গরু আনতে গেলে বিএসএফ তাকে লক্ষ করে এলোপাথারি গুলি ছুড়লে সেখানেই সে মারা যায়। পরে বিএসএফ তাকে ভারত অভ্যন্তরে টেনে নিয়ে যায়।
এরপর কয়েক দফা পতাকা বৈঠকের পর দিন শেষে রাত ১০ টায় হিলি সিপি গেট দিয়ে ভারতের ৭৫ বিএসএফ ব্যাটালিয়নের মুথরাজ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসকে অলক সিং ও ভারত হিলি থানার ওসি তাছির সিং শর্মা, বাংলাদেশ ৩ বিজিবি ব্যাটালিয়নের হিলি কোম্পানি কমান্ডার আতাহার আলী ও কয়া কোম্পানি কমান্ডার শাহ আলম ও পাঁচবিবি থানার এসআই জিল্লুর রহমানের কাছে আজিজুলের লাশ হস্তান্তর করে।
এ সময় নিহত আজিজুলে পরিবারের সদস্য মধ্যে তার বড় ভাই আনিছুর রহমান (৪০) উপস্থিত ছিলেন।