দেখতে দেখতে বই মেলা প্রায় শেষের দিকে চলে এসেছে। পাঠকদের প্রাণের মেলার অন্তিম সুর বাজতে শুরু করায় পাঠক ও প্রকাশকরা মেলার সময় বৃদ্ধির জন্য অনুরোধ জানায়। পাঠকের অনুরোধে কর্তৃপক্ষ শেষ পর্যন্ত মেলার সময়-সীমা আধাঘণ্টা বাড়িয়ে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত করা হয়েছে।
এর আগে মেলার সময়-সীমা ছিল বিকেল ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত।
প্রথম দিকে মেলার তথ্যকেন্দ্র থেকে ঘোষণা দেওয়া হয়েছিল “আজ বুধবার ও আগামিকাল বিকেল ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। পরে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী মেলার পরিবর্তন করে ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত করা হয়।
প্রকাশকরা জানিয়েছেন, মেলার সময় বাড়নো হলে মেলায় আসা দর্শনার্থীরা একটু সময় নিয়ে বই দেখতে ও কিনতে পারতো। আমরা প্রকাশকরা বেচা-বিক্রিও ভালো করতে পারতাম।
এসএস