ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকবিরোধী গণসচেতনা সৃষ্টির লক্ষ্যে সভা করা হয়েছে। সভাশেষে মাদকবিরোধী সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
মঙ্গলবার ফরিদপুর মহাবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন।
ফরিদপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. হালিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. খলিলুর রহমান।
মাদকবিরোধী আন্দোলন বেগবান করতে সভায় আরো বক্তব্য রাখেন অধিদপ্তরের সুপার নকুল চন্দ্র নন্দী, সহকারী পরিচালক মোহম্মদ মামুন, পরিদর্শক জাকিরুজ্জামান, সহকারী প্রসিকিউটর রাসেল আলী, জজ কোর্টের পিপি খসরুজ্জামান দুলু প্রমুখ।
সাকি/