আওয়ামী লীগ নেতা ও ঢাকার ৬২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার হাজি মো. আলীম হত্যা মামলায় আট জনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত।
মঙ্গলবার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আখতারুজ্জামান মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হচ্ছেন – সাঈদ আহমদ, রশিদ আহমদ, ফরিদ আহমদ, মো হারুন, মো. সিরাজ, শিবলু, শওকত ও কামাল। একই সাথে তাদের প্রত্যেকে ৫০ হাজার টাকা জরিমানা করে আদালত।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত সকলে জামিনে মুক্ত ছিলেন বলে জানা গেছে। এদের মধ্যে শেষের তিনজন রায় ঘোষণাকালে পলাতক ছিলেন।
১৯৯৬ সালের ৮ ফেব্রুয়ারি আলিম হত্যা করা হয়। ১৮ বছর পর চাঞ্চল্যকর এ হত্যা মামলায় রায় দেওয়া হলো।