বস্ত্র খাতের কোম্পানি আলহাজ্ব টেক্সটাইলের অস্বাভাবিকভাবে দর বাড়ার পেছনে কোন কারণ নেই বলে ডিএসই কর্তৃপক্ষকে জানিয়েছে কোম্পনিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে কোম্পানির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাওয়া হয়।সোমবার কোম্পানির পক্ষ থেকে জানানো হয় অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই।
উল্লেখ্য গত ৯ কর্মদিবসে কোম্পানিটির শেয়ার দর ধারাবাহিকভাবে ৮৫ টাকা থেকে ১১১ টাকা পর্যন্ত বাড়ে।
আজ সোমবার কোম্পানিটির শেয়ার দর ১০ টাকা বা ৯ দশমিক ৯১ শতাংশ বেড়ে গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। এদিন শেয়ার দর ১০৪ টাকা থেকে ১১০ টাকা পর্যন্ত উঠানামা করে। কোম্পানির এক লাখ ৬৩ হাজার ৭৫০ টি শেয়ার ৪৬৪ বার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ১২৮ কোটি টাকা।
‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৮৩ সালে। কোম্পানির পরিশোধিত মূলধন রয়েছে ১২ কোটি ৭০ লাখ টাকা এবং মোট শেয়ার রয়েছে ১২ কোটি ৬৯ লাখ এক হাজার ৮৪৩ টি।
এসএ/এমআরবি/