ভোটার তালিকায় বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমানের নাম বাদ দেয়া এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল সহ ১৮দলের গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দবিতে রোববার জয়পুরহাটে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত আধাবেল হরতাল ডেকেছে জেলা ছাত্রদল।
শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে জেলা ছাত্রদল সভাপতি মাসুদ রানা প্রধান হরতালের এ ঘোষনা দেন। অপর দিকে এ কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ এবং তত্ত্বাবধায়ক সরকার পুন:প্রতিষ্ঠা ও গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে শহরে লাঠি সহ বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল।
এআর