রাজধানীর হাজারিবাগ এলাকায় অভিযান চালিয়ে জালটাকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-২। এ সময় জালটাকা বানানোর মেশিনও উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত দেড়টায় র্যাব-২ অভিযান চালিয়ে জালটাকা বানানোর চক্রটিকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-২ এর সহকারি পরিচালক রায়হান উদ্দিন খান বলেন, হাজারিবাগে অভিযান চালিয়ে জাল টাকা তৈরির সরঞ্জাম ও মেশিন উদ্ধার করা হয়।
এমআর/কেএফ