দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে ৪ জন চেয়ারম্যান, ৫ জন ভাইস-চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী মনোয়ন পত্র দাখিল করেছে। রোববার ২৩ ফেব্রুয়ারি ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে মনোয়নপত্র দাখিলের শেষ দিনে মোট ৩টি পদে ১২ জন প্রার্থী দাখিল করে।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, ভাইস-চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাধারণ-সম্পাদক গোলাম মাওলা রঞ্জু ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে শামসুর নাহার নীরুকে সর্মথন দিয়েছে। এছাড়া ১৯ দল সর্মথন দিয়েছে উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি চেয়ারম্যান পদে, ভাইস-চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের সেক্রেটারী মঞ্জুরুল কাদির ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান মিনারা বেগমকে।
এছাড়া জাতীয় পার্টির চেয়াম্যান প্রার্থী অ্যাডভাকেট নুরুল ইসলাম, বিএনপির বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান পদে ফুলবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক- সম্পাদক সাহাদাত হোসেন সাহাজুল, ভাইস-চেয়ারম্যান পদে তাজমিলুর রহমান নয়ন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে হাসিনা পারভীন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হলো ভাইস-চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকারিয়া জাকির। স্বতন্ত্র প্রার্থী ভাইস-চেয়ারম্যান পদে আবু মুছা।
আগামি ২৩ মার্চ ফুলবাড়ী উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে প্রার্থীরা তাদের মনোয়নপত্র দাখিল করেন। অত্র উপজেলায় মোট ১ লাখ ১৮ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
সাকি/