ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার লুজারের শীর্ষে রয়েছে বস্ত্র খাতের এইচ আর টেক্সটাইল লিমিটেড। এদিন ৮ দশমিক ৭৪ শতাংশ দর কমে কোম্পানিটি লুজারে নেমে আসে।
এদিন কোম্পানির সর্বশেষ শেয়ার দর ছিল ৩৫ টাকা ৫০ পয়সা। কোম্পানির ২০ লাখ ২৫ হাজার শেয়ার মাত্র ১৮৪ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ছিল ৯৮ কোটি ৪১ লাখ ৭০ হাজার টাকা।
এছাড়া তালিকায় থাকা কে অ্যান্ড কিউ কোম্পানির শেয়ার দর কমেছে ৮ দশমিক ৫০ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৬ দশমিক ১৪ শতাংশ, এএফসি এগ্রো বায়োটেক লিমিটেডের ৫ দশমিক ৯৪ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৪ দশমিক ১২ শতাংশ, সাভার রিফ্যাক্টরিজের ৪ দশমিক ৩৯ শতাংশ, আইসিবি ফার্স্ট এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৩ দশমিক ৪৫ শতাংশ, বিডি কম অনলাইনের ৪ দশমিক ৬২ শতাংশ, পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৪৮ শতাংশ এবং শ্যামপুর সুগার মিলসের ৩ দশমিক ৯৫ শতাংশ শেয়ার দর কমেছে।
এসএ/এমআরবি/