পুলিশের প্রিজনভ্যান থেকে ছিনতাই হওয়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদীনের (জেএমবি) নেতা হাফেজ রাকিব হাসানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।
রোববার বিকেল পৌনে ৪টার দিকে টাঙ্গাইলের সখীপুর থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে।
তদন্ত কমিটির প্রধান ঢাকা রেঞ্জের ডিআইজি গোলাম ফারুক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, রোববার সকালে ময়মনসিংহের ত্রিশালে পুলিশের প্রিজন ভ্যানে বোমা হামলা করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবির তিন সদস্যকে ছিনতাই করে দুর্বৃত্তরা। এঘটনায় নিহত হয় এক পুলিশ সদস্য।
এরপরে তাদেরকে ধরতে র্যাব পুলিশ সদস্যরা ময়মনসিংহ এলাকায় চিরুনি অভিযান চালায়। পুলিশ তাদেরকে ধরিয়ে দিতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে।