নরসিংদীতে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন কাদের মাহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রলীগ। রোববার দুপুরে নরসিংদী সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, ছাত্রলীগের নেতাকর্মীসহ মাহিনের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, নরসিংদীতে একের পর এক খুনের ঘটনা ঘটলেও এসব হত্যাকাণ্ডের কোনো বিচার হচ্ছে না। ফলে হত্যাকাণ্ড বেড়েই চলছে। মাহিন হত্যার ঘটনায় গোটা ছাত্রসমাজে আতংক ছড়িয়ে পড়েছে। অবিলম্বে মাহিন হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন তারা। মানববন্ধন শেষে ছাত্রলীগ নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় শিবপুরের পুটিয়া বাজারে দুই ব্যক্তির বিরোধ মধ্যস্থতা করার সময় সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে মাহিনকে।