সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য-আয় অনুপাত বা পিই রেশিও সামান্য বেড়েছে। সাধারণ পিই রেশিও বেড়েছে দশিমক ১ পয়েন্ট বা দশমিক ৭ শতাংশ। সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ১৬ দশমিক ৭৮ থেকে বেড়ে ১৬ দশমিক ৭৯ পয়েন্ট হয়েছে।
বিশ্লেষকদের মতে, বাজারের পিই রেশিও এখন যে জায়গায় অবস্থান করছে, এখনো বাজার বিনিয়োগের উপযোগী রয়েছে।
উল্লেখ্য, পিই রেশিও ১৫ এর নিচে থাকলে সেই কোম্পানিকে বিনিয়োগের জন্য নিরাপদ মনে করা হয়। আর ১০ এর নিচে থাকা ঝুঁকিহীন।কোন কোম্পানির পিই রেশিও ২০ এর নিচে থাকলে ঐ শেয়ারকে বিনিয়োগের উপযোগী বলা হয়।
এছাড়া ৪০ এর বেশি পিই রেশিও থাকলে ওই কোম্পানিতে বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ।
এসএ/