জন্মের পরপরই আশা ছেড়ে দিয়েছিল বাবা-মা। কিন্তু নিজের ইচ্ছা এবং চেষ্টাতে দুবাইয়ের এই বালক প্রমাণ করে দিয়েছে শারীরিক প্রতিবন্ধকতা ডিঙিয়ে তারও সম্ভাবনা রয়েছে স্বাভাবিক জীবন যাপনের। কারও সাহায্য ছাড়া সে নিজের সব কাজতো করেই পাশাপাশি সাহায্য করে অন্যান্যদের। খবর গালফ নিউজের।
দুবাইয়ের এই বিস্ময় বালকের নাম ইমাদ আনজুম। জন্মগতভাবেই হাত-পা নেই তার। তাই এই ছেলে অন্য দশজনের স্বাভাবিক জীবন-যাপন করতে পারবে না, এমনটিই ছিল তাদের ধারণা। বয়স বৃদ্ধির সাথে সাথে তার কাজকর্মে অবাক হতে শুরু করে অন্যরা। কাপড়-চোপড় পরিধান, দাঁত পরিষ্কার করা এবং চলাফেরাসহ নিত্য নৈমত্তিক কাজকর্ম সে একাই সম্পন্ন করতে পারে। এমনকি সে আঁকতে এবং লিখতেও পারে। আর সুযোগ পেলে মাকে সাহায্য করে গৃহস্থালী কর্মকান্ডে।
হাত-পা ছাড়া তার এই বিস্ময়কর কর্মকান্ড উদ্বুদ্ধ করে তুলেছে অন্যদের। আমজুমের বাবা-মায়ের আশা, লেখা-পড়া শিখে একদিন খুব বড় মাপের মানুষ হয়ে উঠবে সে।