শুধুমাত্র বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সে হজে যাওয়ার সরকারী সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুলে চুড়ান্ত শুনানী শেষে আদালত এ সিদ্ধানত নেয়।
বৃহস্পতিবার বৃহস্পতিবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো.হাবিবুল গণির হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
হাইকোর্টের এর রায়ের ফলে যেকোনো বিমানে হজ্বযাত্রীরা হজ্বে যেতে পারবে।
উল্লেখ্য, গত বছরের ২৪ এপ্রিল আন্তমন্ত্রণালয়ের এক সিদ্ধান্তে ৫০ শতাংশ হজযাত্রী বিমান বাংলাদেশের এবং বাকি ৫০ শতাংশ এয়ার লাইনসের বিমানে যাবেন বলে সিদ্ধান্ত হয়।
সরকারী এ সিদ্ধান্তে চ্যালেঞ্জ করে জুলাই মাসে হাইকোর্টে রিট করেন হজ এজেন্সিস অব বাংলাদেশের (হাব) সাধারণ সম্পাদকসহ তিনজন।
২৯ জুলাই প্রাথমিক শুনানির পর জারি করে। সেই সাথে এবং পছন্দমতো বিমানে হজে যাওয়ার অনুমতি দিয়ে অন্তর্বর্তীকালীন আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আবেদনের পর এ আদেশ আপিল বিভাগে স্থগিত হয়। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট আজ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব শফিক ও কে এম হাফিজুল আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।