বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করছে শ্রীলংকা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ৩৮ রান।
রুবেল হোসেনের বলে শামসুর রহমানের হাতে ক্যাচ তুলে দিয়ে দলীয় ৯ রানের মাথায় সাজঘরে ফেরেন কুশল পেরেরা। আর দ্বিতীয় উইকেটের পতন হয় ৩৮ রানের মাথায়্ এ সময় সাজঘরে ফেরেন দিলশান।
এখন ক্রিজে আছেন তিলকরত্নে দিলশান ও কুমার সাঙ্গাকারা। মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টায় শুরু হয় এই খেলা।
ইতোমধ্যেই প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় পেয়ে ১-০ ব্যাবধানে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা। আজকের এই ম্যাচ জিতলেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে সফরকারীরা।
আর তিন ম্যাচের এই সিরিজের টিকে থাকতে বাংলাদেশের সামনে জয়ের বিকল্প নাই।
ক্যাচ মিস আর ব্যাটসম্যানদের দায়িত্বহীন ব্যাটিংয়ে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ হাতছাড়া হয় টাইগারদের। প্রথম ম্যাচে ১৩ রানে হারে বাংলাদেশ।