মেসেজিং অ্যাপলিকেশন হোয়াটস অ্যাপ কিনে নিচ্ছে ফেসবুক। এর জন্য মার্ক জাকারবার্গকে খরচ করতে হচ্ছে ১ হাজার ৯০০ কোটি মার্কিন ডলার। যা কোন প্রতিষ্ঠানের মালিকানা অর্জনের জন্য ফেসবুকের সবচেয়ে বড় ব্যয়। খবর বিবিসির।
জেন কৌম এবং ব্রায়ান অ্যাকটন উদ্ভাবিত হোয়াটস অ্যাপসের সাহায্যে সার্ভিস চার্জ ছাড়া ইন্টারনেটের মাধ্যমে বার্তা আদান-প্রদান করা যায়। বর্তমানে পৃথিবীজুড়ে এই অ্যাপসটির ৪৫ কোটি ব্যবহারকারী রয়েছেন এবং প্রতিদিন প্রায় ১০ লাখ নতুনভাবে যুক্ত হচ্ছেন।
বুধবার এক বিবৃতিতে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বলেন, হোয়াটস অ্যাপ এই সময়ের জন্য খুবই মূল্যবান। এই মালিকানা অর্জন করতে পেরে ফেসবুক খুবই গর্বিত। তিনি মনে করেন, এত বড় অর্জন পৃথিবীর ইতিহাসে আর কারো নেই।
উল্লেখ্য, ২০১২ সালে ১০০ কোটি মার্কিন ডলার খরচ করে ইন্সতাগ্রাম কিনে নিয়েছিল ফেসবুক, যা হোয়াটস অ্যাপস কেনার আগ পর্যন্ত ফেসবুকের সবচেয় বড় ব্যয়ের রেকর্ড। এছাড়াও গত বছর ৩০০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে স্ন্যাপচ্যাট কেনার চেষ্টা চালিয়েও ব্যর্থ হন জাকারবার্গ।