বিশ্বের বৃহত্তম কোমল পানীয় কোম্পানি কোকা কোলার মুনাফা ৮ দশমিক ৩ শতাংশ কমেছে। মঙ্গলবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত বছরের শেষ প্রান্তিকে ব্রাজিল ও ফিলিপাইনে তাদের পণ্য বিক্রি প্রত্যাশার তুলনায় অনেক কমে যাওয়ায় মুনাফা কমে যায়। এতে করে গত দুই বছরে মুনাফা সবচেয়ে কমে গেছে বলে জানিয়েছে তারা। বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কোম্পানিটির বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ( চতুর্থ প্রান্তিকে) তাদের শেয়ার প্রতি দাম কমে দাড়ায় ৩৮ সেন্টে। ফলে এসময়ে তাদের আয় এসে দাড়ায় ১৭১ কোটি ডলারে। গত বছরে একই সময়ে তাদের আয় ছিল ১৮৬ ডলার। ওই সময় শেয়ার প্রতি দাম ছিল ৪১ সেন্ট। এদিকে আলোচ্য সময়ে মুনাফা উল্লেখযোগ্যহারে কমে যাওয়ায় তাদের রাজস্ব আয় কমে দাড়িয়েছে ১১০৪ ডলারে। এক বছর আগে ছিল যা ১১৪৬ কোটি ডলার ছিল বলে জানায় কোকা কোলা।
তবে এই সময়ে কোম্পানিটির রাজস্ব আয় ১১২৯ কোটি ডলারে দাড়াবে বলে আশা প্রকাশ করেছিলেন অর্থবিশ্লেষকরা।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ভিত্তিক কোকা-কোলা বিশ্বের পঞ্চম গুরুত্বপূর্ণ ব্র্যান্ড। বাংলাদেশসহ পৃথিবীর প্রায় ২০০টি দেশে এই প্রতিষ্ঠান কার্বোনেটেড পানীয় বিক্রি করে থাকে।
এস রহমান/