একুশে ফেব্রুয়ারীকে সামনে রেখে উন্মোচিত হল বইমেলায় ঢোকার নতুন দ্বার। ১৪ ফেব্রুয়ারী প্রচুর ভীড় থাকার কারণে আগামি ২১ তারিখ যেন দর্শনার্থীদের কোন সমস্যা না হয় সেজন্য নতুন এ গেটের উদ্বোধন করেছেন বাংলা একাডেমির মহা পরিচালক শামসুজ্জামান খান এ সময় সাথে ছিলেন সচিব আলতাফ হোসেন ও মেলার সদস্য সচিব সাহিদা খাতুন।
শামসুজ্জামান খান বলেন, বেশ কিছু দিন যাবত লক্ষ করছি সোহরাওয়ার্দী উদ্যানে যে গেট দিয়ে ঢোকে সে গেট দিয়ে বের হতে লোকজনের খুব সমস্যা হয়। তাই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।
তিনি বলেন, নতুন এ গেট করায় দর্শনার্থীদের মেলায় ঢুকতে ও বের হতে সুবিধা হবে।
বাংলা একাডেমির উপপরিচালক ও গণসংযোগ ও সম্বনয়ক মুর্শিদ আনোয়ার বলেন, মেলাকে সবার কাছে প্রানবন্ত করার জন্য সব সময় আমরা কাজ করছি তারই ধারাবাহিকতায় আজ মেলায় নতুন দ্বার উন্মোচিত করলাম।
বিশেষ করে আর কয়েকদিন বাদে বাঙালীর প্রাণের সেই অমর একুশে ফেব্রুয়ারীকে কেন্দ্র করে খুব ভীড় হবে সেদিকটাও মাথায় রেখে এই গেট খোলা হয়েছে।
মেলায় আশা মোস্তফা ইমরুল কায়েস বলেন, সোহজরাওয়ার্দী উদ্যানে এক গেট দিয়ে ঢুকতে ও বের হতে যা ছিল খুব বিরক্তের। কিন্তু আজ নতুন গেট করায় অনেক ভাল লগছে।
তিনি বলেন, এই গেইটটা যদি আরও আগে খোলা হতো, তাহলে অনেক ভাল হতো।
এসএস/সাকি