ফরিদপুরে বোয়ালমারী উপজেলার কয়ড়া কালিমন্দিরকে ঘিরে ১০ দিনের গ্রাম্য মেলা সোমবার রাতে শেষ হয়েছে। নাগরদোলা, কাঠ ও মাটির তৈরি খেলনাসহ বাহারি মিষ্টি, মেলায় আগতদের নজর কাড়ে।
কয়ড়া কালিবাড়ি মন্দিরে বিভিন্ন ধমীয় আচার-অনুষ্ঠানের আয়োজনকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এ বছরও মেলা বসেছিল।
গত ৮ ফেব্রুয়ারি থেকে পর্যায়ক্রমে মহানামযজ্ঞ, মহানাম কীর্তন, অষ্ট্রকালীন লীলা, মহাপ্রভুর ভোগরাগ ও গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়। আর বিশেষ আকর্ষণ হিসেবে ছিল ধমীয় আরাধনাকালীন গ্রাম্য মেলা।
ধর্মীয় আরাধনা ও মেলাকে ঘিরে দেশের বিভিন্ন স্থান ছাড়াও ভারতের বিভিন্ন স্থান থেকে লাখো ভক্ত এই কালিমন্দিরে আসে।
কেএফ