শীতকে বিদায় জানিয়ে বসন্ত তার রঙ্গের সমাহার নিয়ে ধরা দিয়েছে প্রকৃতিতে। প্রকৃতি সেজেছে আজ রঙিন সাজে। আর সেই মাতাল করা বসন্তকে বরণ করে নেওয়ার জণ্য ঝিনাইদহ সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের ছাত্রীরাও সেজেছে বর্ণিল সাজে।
তারা আজ সকাল ১০টার দিকে কলেজ প্রাঙ্গণ থেকে বের করে এক বর্ণাঢ্য র্যালি। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। কলেজের ছাত্রীরা বাসন্তী রঙের শাড়ি পরে মাথায় ফুল দিয়ে র্যালিতে অংশ নেয়। শিক্ষার্থীরা ছাড়াও কলেজের অধ্যক্ষ সুসেন্দু কুমার ভৌমিকসহ শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন।
কলেজ প্রাঙ্গণে আবহমান বাংলার ঐতিহ্যময় খাবার পিঠা উৎসবের আয়োজন করা হয়। এ উৎসবে ১৫টি স্টলে নানা ধরনের পিঠা দিয়ে সাজানো হয়েছে। শিক্ষার্থীদের অভিভাবক, ছাত্র-ছাত্রী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ উৎসবে অংশ নেয়। এ ছাড়াও দিনব্যাপী সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।