রাজশাহীর চারঘাট, বাঘা, পুঠিয়া ও দুর্গাপুর উপজেলায় বিএনপির ডাকে আজ বুধবার সকাল-সন্ধ্যা হরতাল চলছে। এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতো উপজেলাগুলোর গুরুত্বস্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় সদস্য ও চারঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ চাঁদকে জেল-হাজতে পাঠানোর প্রতিবাদে জেলা বিএনপি এ হরতালের ডাক দেয়।
মঙ্গলবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল মনীর এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শুধু চারঘাট উপজেলায় বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, মঙ্গলবার চারঘাটে রেলে নাশকতার মামলায় জামিন নিতে গেলে রাজশাহী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত-৩ এর বিচারক জয়ন্তী রাণী তাকে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেন।