আলজেরিয়ায় এক মর্মান্তিক সেনা বিমান দুর্ঘটনায় ১০০ জনের অধিক যাত্রী নিহত হয়েছেন। আলজেরিয়ান সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিবিসি জানায়, মঙ্গলবার দেশটির রাজধানী আলজিয়ার্স থেকে ৩৮০ কি.মি দূরে আল-বাওয়াঘি প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের অধিকাংশই আলজেরিয়ার সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।
তবে দুর্ঘটনা সম্পর্কে দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো বিবৃতি পাওয়া যায়নি।