আইএফএ শিল্ডের ফাইনালে উঠেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। মঙ্গলবার কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে তারা ৩-০ গোলে ইস্টবেঙ্গল ক্লাবকে হারিয়ে ফাইনালে উঠেছে।
এর আগে কলকাতা মোহামেডানের কাছে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হার মানে শেখ জামাল। কিন্তু পরের ম্যাচে সিকিম ইউনাইটেডকে হারায় তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগানকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যায় যোসেফ আফুসির দল।
সেমিফাইনালের হাইভোল্টেজ ম্যাচে ২২ মিনিটে মাথায় এমেকার গোলে এগিয়ে যায় শেখ জামাল। তাকে গোলে সহায়তা করেন ওয়েডসন। ৩৬ মিনিটে এমেকার দেওয়া বল থেকে ব্যবধান দ্বিগুণ করেন সনি নর্দে।
খেলার দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটের সময় ওয়েডসনের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে থাকে শেখ জামাল। নির্ধারিত সময়ের পরে ৮ মিনিট ইনজুরি টাইম দিলেও সে সময়ে কোনো দলই কোনো গোল করতে পারেনি। এর ফলে ইস্ট বেঙ্গলকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশের শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
আগামি বৃহস্পতিবার কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনেই হবে ফাইনাল ম্যাচ। মঙ্গলবারই অনুষ্ঠেয় দ্বিতীয় সেমিফাইনালে কলকাতা মোহামেডান ও ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের বিজয়ীদের বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবে শেখ জামাল।
উল্লেখ্য, শেখ জামালের তিন গোলদাতা হলেন-হাইতির স্ট্রাইকার সনি নর্দে, নাইজেরীয় স্ট্রাইকার এমেকা ডার্লিংটন এবং নর্দের স্বদেশী ফরোয়ার্ড ওয়েডসন অ্যানসেলমে।