পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড-১ এর ট্রাস্টি ফান্ডের বৈঠকের দিন ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আগামিকাল ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ২ টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে এই বৈঠক। বৈঠকে কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সাথে বৈঠকে সমাপ্ত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
উল্লেখ্য ফান্ডটি ২০১২ সালে শেয়ারহোল্ডারদেরকে ১০ শতাংশ লভ্যাংশ প্রদান করে। ‘এ’ ক্যাটাগরির এই ফান্ডটি ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
এমআরবি/