ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে বৈঠক করবেন। সকাল সাড়ে ১০টায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে বলে নির্বাচন কমিশন সচিবালয় নিশ্চিত করেছে।
ইসি সূত্র থেকে জানা যায়, আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চলমান সংকট, নির্বাচন প্রস্তুতিসহ সার্বিক পরিস্থিতি নিয়ে সুজাতা প্রধান নির্বাচন কমিশনারের সাথে কথা বলবেন।
উল্লেখ্য, ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং ইতিমধ্যে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের সাথেও সাক্ষাৎ করেছেন।
কবির/