ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচনের ভোট দেওয়ার সময় বাড়ানো হয়েছে। আগামি ১২ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ১০ টা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত ভোট দেওয়া যাবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
গত তিন ফেব্রুয়ারি সোমবার ডিএসইর পরিচালক নির্বাচন ২০১৪ উপলক্ষে গঠিত কমিশনের ৮ম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ এর আগে ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালকদের ভোট গ্রহণের সময় ছিল সকাল সাড়ে ১০ টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত।
ডিএসই সূত্র জানায়, কমিশনের সকল সদস্যদের সম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে ডিএসই সদস্যদের ভোট প্রদানের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসএ/এমআরবি/