ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বিশিষ্ট শিল্পপতি ও তরুণ সমাজসেবক আবু আসিফ আহম্মেদকে জেলা বিএনপির সহ-সভাপতি মনোনীত করা হয়েছে। গত বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) এডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে আবু আসিফ আহম্মেদকে জেলা বিএনপির সহ-সভাপতি করার বিষয়টি জানানো হয়েছে।
এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক-সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) গোলাম আকবর খোন্দকার, জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট হারুন আল রশিদ ও সাধারণ-সম্পাদক জহিরুল ইসলাম খোকনকে এই চিঠির অনুলিপির মাধ্যমে অবহিত করা হয়। শিল্পপতি আবু আসিফ গত উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করেন এবং চলতি বছরের উপজেলা নির্বাচনেও চেয়ারম্যান পদে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। তিনি রাজনৈতিক কর্মকান্ড পরিচালনায় জেলা-উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।