লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ উল্লাহকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে কুশখালীর পোয়াখালী খালের পাশ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মোহম্মদ উল্লাহ আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা বলে জানা গেছে। তিনি নলডগী গ্রামের নুরূল ইসলামের ছেলে।
জানা গেছে, বুধবার বিকেলে নিজ বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। রাতে স্বজনরা অনেক খোঁজাখোঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
সকালে স্থানীয় লোকজন পোয়াখালী খালের পাশে তার মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কেএফ