বলিউড সুপারস্টার আমির খান তার ‘গুডি বয়’ ইমেজ দিয়ে কত তরুণীকেই না ঘায়েল করেছেন। সেই তালিকাটাও নেহাতই কম নয়। এবার ওই তালিকায় যুক্ত হলেন হালের ক্রেজ সানি লিওনি।

‘মিস্টার পারফেকশনিস্ট’ এর প্রেমে রীতিমতো হাবুডুবু খাচ্ছেন সানি!
স্ন্যাপডিলের বিজ্ঞাপনে আমির খানকে দেখে মুগ্ধ হয়ে পড়েছেন সানি লিওনি। আসন্ন ‘দঙ্গল’ ছবির জন্য আপাতত ওজন বাড়িয়েছেন খান সাহেব। তার বর্তমান ওজন ৯৫ কেজি। তাতে কী! এই মোটা আমিরকেই মনে ধরেছে সানির।
টুইটারে সানি লিওনি লিখেছেন, ‘ আমির খান তোমাকে স্ন্যাপডিলের বিজ্ঞাপনে দেখলাম। মোটে অর নট, ইউ স্টিল হট। তোমাকে ভালোবাসি।’
তবে সানির এই ভালো লাগাকে আমির খান কীভাবে দেখছেন তা জানা যায়নি। ‘দঙ্গল’ ছবির জন্য ওজন বাড়িয়ে বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। সব মিলিয়ে নতুন ছবিতেই মনোযোগ আমির খানের। তবে আমির খান কোনো মন্তব্য না করলেও তার প্রতি সানির ভালোবাসা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল হৈচৈ।