সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সব ধরনের সূচক কমেছে।সূচক কমার সাথে সাথে কমেছে লেনদেনে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৬ পয়েন্ট।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে ৫৪ পয়েন্ট।
বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে সূচক কমার ক্ষেত্রে প্রধান ভূমিকা রেখেছে বিমা, ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) এবং ওষুধ ও রসায়ন খাতের মূল্য সংশোধন।
ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) খাতের প্রায় ৯১ ভাগ শেয়ারের দর পতন হয়েছে। বিমা খাতের প্রায় ৮৫ শতাংশ শেয়ার দর কমেছে।তবে এদিন ব্যাংক খাতের অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে।
মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে মোট ৭৭১ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার। যা সোমবারের তুলনায় ৩২ কোটি ৫০ লাখ টাকা কম।
মঙ্গলবার দিনশেষে ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের সংখ্যা দাঁড়ায় ২৯২ টিতে। এর মধ্যে দর বেড়েছে ১১২ টির কমেছে ১৬৩ টির এবং অপরিবতির্ত রয়েছে ১৭ টির।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৫৪ পয়েন্ট কমেছে। এ বাজারে লেনদেন হয়েছে ১৬৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯২ টির কমেছে ৬৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ১০ টির।
এসএ/